Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে হরিপুর ইউনিয়ন

এক নজরে ইউনিয়ন:-

 

ক) ইউনিয়নের নাম                : ১২ নং হরিপুর

খ) উপজেলা                        : নাসিরনগর

গ) জেলা                            : ব্রাহ্মণবাড়িয়া

 

 

নামকরণ:- ব্রাহ্মণব্রাহ্মণবাড়িয়া জেলা, নাসিরনগর উপজেলার অন্তর্গত হরিপুর ইউনিয়নের নামের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোন কিছু জানা নেই। তবে গ্রামের প্রাচীন লোকদের কথায় জানা যায় সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের লোক জন হরি নামে সৃষ্টিকর্তার গুণকীর্ত্তন করে জীব মুক্তির প্রার্থনা করতেন। ইহা হতেই হরিপুর নামের নাম করণ করা হয়েছিল।

ভৌগলিক অবস্থা ও ইতিহাস: নাসিরনগর উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হরিপুর। এর দক্ষিণ-পূর্ব দিকে হবিগঞ্জ জেলা একবারে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পাশ্ববর্তী গুনিয়াউক ও পূর্বভাগ ইউনিয়ন এবং উত্তরে নাসিরনগর সদর ইউনিয়ন।  পুরাতন ইউনিয়ন  ভবনের পশ্বিম পাশ দিয়ে বয়ে গেছে উপজেলা সদর রাস্তা এবং ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে তাৎপর্যপূর্ণ তিতাস নদী। কবিগণ তিতাস নদীর নামে ’’তিতাস একটি নদীর নাম ও হরিণবেড় এর বাকেঁ কবিতা লিখে কবিরা তাঁদের মনের ভাব ব্যক্ত করেছেন। উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই বেহাল। উপজেলা হইতে এর দূরত্ব প্রায় ১২ কি:মি। উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে সিএনজি,রিক্সা, ও টেম্পু যোগে। ইউনিয়নের লোক সংখ্যা ২১৫১২ জন । এই ইউনিয়নের আয়তন ১৭.৮৬ বর্গ কি.মি। ইউনিয়নের প্রায় ৮০% লোক কৃষি নির্ভর। পানীয় জল হিসাবে  টিউব-ওয়েল বা নলকুপের পানি ব্যবহার করে। ইউনিয়নের ৮টি গ্রামের মধ্যে শিক্ষার হার প্রায় ৩৬%। এই ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে হরিপুর, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্টানের অভাবে হরিপুর গ্রামের কোমলমতি ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে প্রায় বঞ্চিত। স্যানিটেশন কভারেজ গড়ে ৫০% । এই ইউনিয়নের বেশীর লোকের অর্থনৈতিক অবস্থা ভাল না। অনেক লোক দরিদ্র সীমার নীচে বসবাস করছেন। তবে ইউনিয়নের সব মানুষই খুবই সহজ সরল পরিশ্রমী ও কর্মঠ। কাজের প্রতি তাদের আগ্রহ আছে। কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হলে এই ইউনিয়নের মানুষের জীবন- যাত্রার মান উন্নত করা সম্ভব ।